Home / অর্থনীতি / ইসলামি অর্থনীতিতে প্রথম মালয়েশিয়া, চৌদ্দতম বাংলাদেশ

ইসলামি অর্থনীতিতে প্রথম মালয়েশিয়া, চৌদ্দতম বাংলাদেশ

বিশ্বব্যাপী ইসলামি অর্থনৈতিক সূচকে (জিআইইআই) প্রথম অবস্থানে রয়েছে মালয়েশিয়া এবং ১৪তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। ২০১৭ সালের ইসলামি অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে এই সূচক।

সূচকটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা টমসন রয়টার্স (Thomson Reuters)।

তালিকায় দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত, তৃতীয় বাহরাইন এবং সৌদি আরবের অবস্থান চতুর্থ। ওমান, জর্ডান, কাতার, পাকিস্তান ও কুয়েত রয়েছে যথাক্রমে ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম স্থানে। এর পরের রয়েছে ইন্দোনেশিয়া।

এছাড়া ব্রুনাই, সুদান, ইরান ও বাংলাদেশ রয়েছে যথাক্রমে ১১তম, ১২তম, ১৩তম এবং ১৪তম স্থানে। তালিকার ১৫তম অবস্থানে রয়েছে তুরস্ক।

গত বছরে ১০ম স্থানে থাকা জর্ডান এবার উঠে এসেছে ছয় নম্বরে। শীর্ষ ১০টি দেশের মধ্যে জর্ডান এবং ইন্দোনেশিয়া ইসলামি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *